এলামুন্ডা গাছের সম্পূর্ণ পরিচর্যা | Complete Care Of Allamanda Plant

 এলামুন্ডা গাছের বৈজ্ঞানিক নাম Allamanda Cathartica 

ইংরেজিতে এই ফুলটি কে ‘Golden Trumpet’ বা ‘Yellow Bell’ বলা হয়। 

এর আদিভূমি ব্রাজিল। 

এলামুন্ডা জন্য স্থান নির্বাচন

এলামুন্ডা বা ইয়োলো ট্রাম্পেট গাছে প্রচুর ফুল পেতে, চারা গাছ রোপণের পূর্বে সঠিক জায়গা ও মাটি নির্বাচন করা উচিত। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা সূর্যের আলো পায় তেমন স্থান নির্বাচন করতে হবে। বসন্তের শুরু থেকে যত দিন না গাছে কুঁড়ি আসছে তত দিন বিশেষ যত্ন এবং পরিচর্যার প্রয়োজন। তবে ছায়াতে রোপন করলেও প্রতিদিন সর্বনিম্ন ৪ থেকে ৫ ঘন্টা আলো নিশ্চিত করতে হবে। গ্রীষ্ম কালে গাছের গোড়ার মাটি সর্বদা ভেঁজা থাকে তেমন স্থান নির্বাচন করতে হবে।


টবে এলামুন্ডা গাছের জন্য মাটি তৈরি

এলামুন্ডা একটি Parmanent Plant সুতরাৎ চারা গাছ প্রতিস্থাপনের পূর্বে আপনারা ১০ থেকে ১২ ইঞ্চির টব নেবেন,প্লাস্টিকের পাত্র না নেওয়ায় ভাল। টবে এলামুন্ডা গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে হবে, যে উপাদান নিতে হবে- উর্বর দোআঁশ মাটি ৫০% সাথে ২০% বালি ৩০% এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং নিতে হবে চা চামচের তিন'চামচ হাড়গুড়ো,তিন'চামচ সিংকুচি এবং পরিমাণমতো নিম খোল হবে।

এলামুন্ডা গাছে জল প্রয়োগ

টবে এলামুন্ডা ফুল গাছ রোপণ করলে গাছে জলের চাহিদা প্রচুর থাকে। বেশি জলের অভাব হলেই গাছের ফুল শুকিয়ে যায় এবং পাতা গাছ থেকে ঝরে পড়তে থাকে। এজন্য গরমকালে প্রতিদিন দুবেলা করে গাছের গোড়ায় জল দিতে হবে। গরমকালে over watering হলেও কোন সমস্যা নেই, অতিরিক্ত জল টবের নিচে ফুটো দিয়ে বেরিয়ে যায়, তাই টবে গাছ রোপনের পূর্বে অবশ্য টবের নিচে ফুটো রাখতে হবে জল নিষ্কাশনের জন্য। গরমকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে গেলে প্রতিদিন সন্ধাতে গাছ গুলিকে সাওয়ার দিয়ে স্থান করিয়ে দিতে হবে।

এলামুন্ডা গাছে  সার প্রয়োগ

শীতে এই গাছের বিশেষ খাবারের প্রয়োজন হয় না কিন্তু গরমের শুরুতে এদের সারের প্রয়োজনীয়তা বেশি থাকে কারণ এ সময় গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু কর।সঠিক যত্ন এবং পরিচর্যা করলে টানা বর্ষা পর্যন্ত এই গাছ থেকে ফুল পাওয়া যায়। প্রতিনিয়ত গাছে ফুল পেতে চাইলে প্রতি ১৫ দিনে একবার করে গাছে অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হবে।

সেক্ষেত্রে ১৫ দিনে একবার করে ১ চামচ পরিমাণ NPK (10:26:26) সার গাছের গোড়া থেকে কিছুটা দূরে প্রয়োগ.করতে হবে।

অথবা প্রত্যেক মাসে একবার করে দুমুঠো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং পরিমাণ সরষের খোল এবং ১ চামচ করে Micronutrients:Top Gold,Agromin Gold, Agromin Max ব্যাবহার করা যেতে পারে।

গাছের গ্রোথে আপনি যখন সন্তুষ্ট তখন বেশি ফুল পাওয়ার জন্য 15 দিনে একবার 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 6 থেকে 10 র্টি DAP দানা এবং ১ চামচ করে পটাশ সার টবের সাইড দিতে দিতে পারেন। এভাবে সার প্রয়োগ করলে টানা বর্ষা পর্যন্ত উন্নত মানের ফুল সরবরাহ অব্যাহত থাকে। 

এলামুন্ডা বা ইয়োলো ট্রাম্পেট ফুল গাছের মালচিং

গাছের গোড়ার মাটি শক্ত হয়ে গেলে প্রত্যক মাসে একবার করে কিছুটা মাটি ঝুরঝুরে করে দিন এতে শেকড়ে বাতাস লাগবে ও গাছের বৃদ্ধি ভালো হবে।


কীটনাশক প্রয়োগ ও পোকামাকড় দমন

এলামুন্ডা গাছে তেমন একটা পোকামাকড়ের আক্রমণ ঘটে না। তথাপি ১৫ দিন অন্তর নিম অয়েল জলের সাথে মিশিয়ে সন্ধাতে গাছে স্প্রে করবেন এবং পোকা-মাকড়ের উপদ্রব বেশি হলে রাসারনিক কীটনাশক ব্যবহার করতে হবে। এবং বর্ষাকালে প্রতি ১৫ দিন অন্তর যে কোন কোম্পানির ফাংগিসাইড জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে । এছাড়াও সমস্ত রকম রোগবালাই থেকে গাছকে রোগ মুক্ত রাখতে গাছের গোড়ায় শুকনো নিমপাতা অথবা নিম খোল দিলে অধিকাংশ কীটপতঙ্গ গাছ আক্রমণ করতে পারে না ।

ডালপালা কাঁটাই- ছাঁটাই 

সাধারনত শীতের পরপরই গাছের ডালপালা কাঁটাই- ছাঁটাই সম্পূর্ণ করে ফেলতে হবে। কেননা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গাছে কুঁড়ি আশা শুরু হয়। তাই শীতের সময় সার দিলে গরমে ভালো ফুল আসবে না। যদি টবের মাটি পরিবর্তনের দরকার পড়ে তবে ডালপালা কাঁটাই- ছাঁটাই করবার সময় করে নিন।






Post a Comment

0 Comments