শিং কুচি বা Horn meal কি ?

বর্তমানে কৃষিতে বিশেষ করে ছাদ কৃষিতে একটি অত্যন্ত জনপ্রিয় জৈব সারের নাম শিং কুচি ,এটি যেমন পরিবেশ বান্ধব তেমনি উপকারী| আমরা ছাদ বাগানে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। গাছের প্রয়োজনীয় NPK গাছ নিজেরাই জোগাড় করে নেয় এবং আমরা সকলেই কম বেশি জানি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ এর উৎস |  

শিং কুচি গাছকে নাইট্রোজেন সমৃদ্ধ সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে। শিং কুচি ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। কুশি উৎপাদনসহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে। এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উপাদানের পরিশোষণের হার বাড়িয়ে থাকে।এটি উদ্ভিদের জন্য মোটামুটি  নাইট্রোজেন খাবার যা প্রচুর পরিমাণে পাতা বিশেষত শাকসবজী উৎপাদন করে। পাতার প্রোটিন তৈরি করতে নাইট্রোজেনের প্রয়োজন। সুতরাং যে গাছগুলিতে প্রচুর পরিমাণে সবুজ পাতা থাকে তারা শিং কুচি থেকে উপকৃত হয়।






শিং কুচি প্রাকৃতিক পণ্য নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং এটি গুড়ো বলে গাছের পুষ্টি ধীরে ধীরে মাটিতে কাজ করে এবং দ্রুত ফসলের পরিবর্তে গাছগুলিকে গুরুত্বপূর্ণ নাইট্রোজেন এবং ফসফরাস গাছকে দীর্ঘদিন সরবরাহ করে।

  • নাইট্রোজেন সমৃদ্ধ (16% পর্যন্ত) এবং কিছুটা পরিমান ফসফরাস রয়েছে।
  • নাইট্রোজেনের ধীর রিলিজ, 4-6 সপ্তাহ পরে মুক্তি পেতে শুরু করে। 12 মাস পর্যন্ত শেষ।
  • ফসল এবং ক্রমবর্ধমান ফলের জন্য আদর্শ।

এটি একটি চমৎকার উদ্ভিদ বৃদ্ধি বুস্টার। এটি গাছের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। এটি মাটির গঠন এবং কাঠামো বাড়ানোর জন্য সেরা, এটি মাটিতে অনুজীবীয় ক্রিয়াকলাপ বাড়ায়। জৈব সার গাছের সব পর্যায়ে ব্যবহার করা যায়। বৃদ্ধি এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।

হাড়ের গুড়োর কার্যকরিতা: 

1.পুষ্পবৃক্ষ, ফলমূল এবং পাতার বিকাশ বৃদ্ধি করে।

2.উদ্ভিদের পুষ্টি সমৃদ্ধি বৃদ্ধি করে।

3.গাছের বৃদ্ধি ও ফলনের মান উন্নত করে।

4.চকচকে পাতা, বড় ফুল, গাছের বৃদ্ধি, মূলের বিকাশ ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।

5.সবুজ পাতার বৃদ্ধিতে ব্যবহৃত হয়।

6.মূল বৃদ্ধিতে ব্যবহৃত হয়।

7.মাটির গঠন উন্নত করে।

শিং কুচি ব্যাবহারের নিয়ম: 

1.  ৬ ইন্ঞি টবের মাটিতে অধা মুঠো 

2.  ১২ ইন্ঞি টবের মাটিতে মাটিতে এক মুঠো 

3.  গাছের গোড়ার মাটি এক থেকে দেড় ইঞ্চি খোঁড়ার পর টবের সাইড দিয়ে পরিমাণ মত শিং কুচি ছিটিয়ে দিতে হবে তারপর কোন কিছুর দ্বারা শিং কুচি  এবং মাটি মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে জল গাছের উপর প্রয়োগ করতে হবে

Post a Comment

0 Comments