ডালিয়া গাছের যত্ন এবং পরিচর্যা কি ভাবে করবেন | How to care dahlia plant

 

ডালিয়া ফুলের পাপড়ির দৃষ্টিনন্দন বিন্যাস বর্ণ বৈচিত্র্যের জন্য এটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। ডালিয়া ফুল বিভিন্ন আকারের লাল, সাদা, কমলা, বেগুনি, হলুদসহ বিভিন্ন রঙের হয় শুধু নীল আর সবুজ রঙ ছাড়া।উন্নত জাতের মধ্যে রয়েছে- সিঙ্গল, স্টার, অ্যানেমিন ফাওয়ার্ড, কলারেট, পিওনি ফাওয়ার্ড, ফরমাল ডেকোরেটিভ, ইন ফরমাল ডেকোরেটিভ, ডবল শো ফ্যান্সি, পম্পন, রয়্যাল হোয়াইন, ক্যাকটাস, ভ্যারাইটি গার্ল প্রভৃতি।এই ফুলের নামকরণ করা হয় সুইডেনের বিখ্যাত উদ্যানতত্ত্ববিদ আন্দ্রেডালের নামানুসারে।

শাখা কলম থেকে বংশবিস্তার

আপনি নার্সারি থেকে ডালিয়ার কলম চারা সংগ্রহ বা আপনার বাগানে গাছ থাকলে নিজে কলম করে নিতে পারেন। শাখা কলম তৈরি করার ভালো উপযুক্ত সময় হলো পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত(August to September) শাখা কলম করার জন্য সুস্থ সবল শাখা নির্বাচন করতে হয় এবং যে পর্যন্ত কাটিং তৈরি করার জন্য উপযুক্ত ঠিক সেখানে ধারালো ছুড়ি দিয়ে ছাল কেটে নিতে হয়। কাটিং বেশি পরিমাণে তাড়াতাড়ি শিকড় গজানোর জন্য ডালগুলোর নিচে কাটা অংশে সামান্য পরিমাণ সেরাডিক্স বি১ হরমোন বা সুরটেক্স উদ্ভিদ হরমোন মাখিয়ে নিলে দ্রুত কলম তৈরি করা যায়। সাত থেকে আট দিনের মধ্যে ডালিয়ার শাখা কলমে শেকড় আসে।


চারা রোপণ 

ডালিয়া চাষের যন্ন জমিতে ৬০ থেকে ৯০ সেন্টিমিটার দূরত্বে সারিবদ্ধভাবে চারা গাছ রোপন করতে  হবে টবে একটি চারা রোপণ করতে হয়। টবের আকার ১০ থেকে ১২ ইঞ্চি আকারের টব হলে ভালো।

মাটি সার
ডালিয়া ফুলের চাষের জন্য জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত দো-আঁশ বেলে মাটি চন্দ্রমল্লিকা চাষের জন্য উপযোগী। মাটির পিএইচ .-. হওয়া জরুরি। ফুলের উজ্জ্বলতা এবং গাছের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফসফেট পটাশ সার ব্যবহার করা ভালো। তবে টবে চারা রোপণের ক্ষেত্রে প্রতি টবে ২০ গ্রাম টিএসপি, ১০ গ্রাম এমওপি ১০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন(ডিমের খোসারা ডাস্ট কলার খোসারা ডাস্ট এক চামচ করে গাছের গোডাই দিতে পারেন) টবে রোপণের জন্য  ১০ থেকে ১২ ইঞ্চি আকারের টব হলে ভালো।

জল প্রয়োগ

ডালিয়া গাছের প্রচুর জল দিতে হয় তবে কুড়ি আসার পর জল অল্প পরিমানে ঘন ঘন দিলে ভালো হয়। গাছের গোড়ার মাটি ঝুরঝুরে আগাছা মুক্ত রাখতে হবে। তবে চারা ছোট থাকা অবস্থায় সপ্তাহে একবার এবং সেচ দেয়ার আগে মাটি আলগা আগাছা পরিস্কার করে নিবেন।ভালো যত্ন করলে মার্চ পর্যন্ত ফুল ফোটে।ডালিয়া চাষ করতে আবহাওয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেদিন বৃষ্টি হবে সেদিন থেকে যতদিন পর্যন্ত মাটি স্যাঁতসেঁতে থাকবে ততদিন পানি দেওয়ার দরকার নেই। আবার গরমের সময়ে মাটি যখন শুকনো হয়ে ওঠে তখন পানির পরিমাণ বাড়িয়ে মাটি আর্দ্র করে তুলতে হবে। কারণ ডালিয়া গাছের জন্য আর্দ্র মাটি প্রয়োজন।

পোকামাকড় 
সাধারণ পোকামাকড়ের হাত থেকে গাছ কে বাঁচাতে ১৫ দিন অন্তর অন্তর নিম  জল গাছে স্প্রে করতে পারেন| জাব পোকা, থ্রিপস দুই ধরনের মাকড় ডালিয়া গাছের বেশি ক্ষতি করে থাকে। জাব পোকা থ্রিপস ডালিয়া গাছের পাতা, কুঁড়ি ফুলের রস শোষণ করে গাছ নষ্ট করে। জাব পোকা থ্রিপস দমনের জন্য মাত্রা অনুযায়ী সাইফানন ৫৭ ইসি স্প্রে করতে হবে এবং মাকড়ের আক্রমন ঠেকাতে মাত্রা অনুযায়ী কেলথেন প্রয়োগ করতে পারেন।

বংশবিস্তার পদ্ধতি

ডালিয়া ফুল বীজ, কন্দ শাখা কলম পদ্ধতিতে বংশবিস্তার করা যায় তবে বীজ থেকে সিঙ্গেল ডালিয়া ফুলের চারা উৎপাদন হয়। তাই ডাবল ফুল উৎপাদনের জন্য অঙ্গজ পদ্ধতিতে বংশবিস্তার করতে হয়। অঙ্গজ পদ্ধতিতে বংশবিস্তারের ক্ষেত্রে কন্দমূল বা শাখা কমল রোপণ করতে হয়। টবে ডালিয়া ফুলের চাষ করতে সবচেয়ে ভালো পদ্ধতি হলো শাখা কলম।




How to care and grow in Dahlia flowers in English 

Dahlia flower petals are very popular for everyone, and they are very popular. Dahlia flowers are different sizes and different colors including red, white, orange, purple, yellow, except for blue and green colors. Promotional varieties include: Single, Star, Anonymous Favour, Callerate, Pioneer Favern, Formal Decrytive, In Formal Decorative, Double Shows Fancy, Pompon, Royal Whine, Cactus, Variety Girl etc. This flower is named after Sweden's famous horticulture Andradele.

Growth from branch pen

If you collect Dahlia pens from nursery or you have trees in your garden, then you can pen. Good and appropriate time for creating branch pens is from  August to September. The branch has to select the healthy vigorous branch to make the pen, and the cutting knife should be cut right there until it is suitable for cutting. To cut more and faster roots in cutting, a small quantity of Ceradex B1 or 
Suratx can be made quickly in the cut portion of the branches. Within seven to eight days the branches of the Dahlia branch come to the roots.



Planting Plants

On the land of Dahlia cultivation, seedlings should be planted in 60-90 cm distance and planting a sapling on the soil. If the size of the tub is 10 to 12 inches sized tub is good.




Soil and fertilizer

Suitable for the cultivation of Dahlia flowers, suitable for organic cultivation of chrysanthemum. It is important to have soil pH 6.0-7.0. It is also good to use phosphate and potash fertilizer to increase flower brightness and plant resistance. However, for planting sows, 20 grams of TSP, 10 gram Mop and 10 grams of urea fertilizer can be applied per week (egg shells, dust and collar shells can be done by one spoon). If you have 10 to 12 inch sized tub for tubing is good.




Water applied

Dahlia tree has plenty of water, but it is better to drink a little less frequently after the arrival of the water. The soil should be kept dry and weed free. But once the plantation is small, once a week and before irrigation, clean the soil loose and weed. If the care is taken care of till March, the flowers will bloom. To cultivate Dahlia , the measures will be taken according to the weather. The day on which the rain is raining, there is no need to water till the soil is damp. When the soil becomes dry when it is hot, then the soil will be moistened by increasing the amount of water. Because the Dahlia requires humid soil.




Insects

To save the tree from the ordinary insects can spray 15 days in the neem water tree. 
Aphid insects, thrips and two types of spider are more damaged by Dalia trees. Aphid insect and thrip dalia absorb leaves of trees, buds and flowers and destroy trees. According to the level of deterioration of pesticides and thrips, the siphonan 57 EC will be sprayed and can apply to the level of calcium to prevent spider attack.



Reproduction method

Dahlia flower seed, bulb and branch can be reproduced in the method of pen, but seed from single dahlia flower seedlings are produced. So for the production of double flowers, it has to be reproduced in the anatomical way. In the process of transplantation, planting kandum or branch kamul has to be planted. The best way to cultivate dahlia flowers in the tub is the branch pen.



Post a Comment

0 Comments