গাছের প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা| Gerbera plant care

 

জারবেরা গাছের প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা

জারবেরা তার নিজের সৌন্দর্য জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত অর্জন করেছে । জারবেরা বিদেশী ফুল হলেও আমাদের দেশেও এর প্রচুর চাহিদা আছে । সূর্যমুখীর মতো দেখতে এই ফুলগাছের পাতা পালং শাকের মতো । আমাদের দেশে লাল, সাদা, হলুদ, গোলাপি, কমলাসহ বেশ কয়েকটি রঙের জারবেরার চাষ হয়। যথাযথ যত্ন করলে গাছটি থেকে আপনারা সারা বছর ফুল পেতে পারেন।

 জাত

 জারবেরা গণের আওতায় ২৬ টির মত প্রজাতি আছে।এ গুলির মধ্যে জারবেরা জ্যামেসোনি প্রজাতিটি চাষাবাদ হচেছ সংকরায়ন পদ্ধতির মাধ্যমে Gerbera jamesonii এর অনেক জাত উদ্ভাবিত হয়েছে।

উৎপাদনের সময়আকার – 

আকৃতি ইত্যাদির উপর নির্ভর করে জারবেরাকে নিম্নোক্তভাবে শ্রেণী বিন্যাস করা হয়েছে।

ক) স্ট্যান্ডার্ডঃ ফুলের ব্যাস ১০-১২ সেঃ মিঃ , প্রতি বর্গ মিটারে বাৎসরিক ১২০-৩০০ টি ফুল পাওয়া যায়।

খ) মিনিঃ ফুলের ব্যাস ৬-৯ সে.মি. ,প্রতি বর্গ মিটারে বাৎসরিক ২৮০-৫৫০টি ফুল পাওয়া যায়।

গ) স্ট্যান্ডার্ড স্পাইডারঃ ফুরে ব্যাস ১০-১২ সেঃমিঃ , প্রতি বর্গ মিটারে বাৎসরিক ১৫০-২২৫টি পূল পাওয়া যায়।

ঘ) মিনি স্পাইডারঃ ফুলের ব্যাস ৬-৮ সেঃমিঃ প্রতি বর্গ মিটারে বাৎসরিক ২৫০-৫০০টি ফুল পাওয়া যায়।

উল্লেখিত শ্রেণীগুলির মধ্যে নিম্নোক্ত জাতসমূহ বিশেষভাবে সমাদৃতঃ

স্ট্যান্ডার্ডঃ

•          লালঃ ক্যারাম্বোলডাষ্টিরেড এক্সপ্লোশানরুবী রেড।

•          পিংকঃ এমারনচারমান্ডারইনগ্রীডজাসকারোজালিন।

•          হলুদঃ কাবানারুনালিওনেলানাডজাইউরেনাস।

•          সাদাঃ ডালমাডেটিগ্লোরিয়াস্নোফ্লেইক।

•          কমলাঃ আলবার্টোবগরকরিন্সগোলিয়াথমিসটিক।

•          অন্যান্যঃ এইডাএসট্রেলামনেটনেভাডা (ক্রিম)

জারবেরা জামেসোনিই:

দক্ষিণ আফ্রিকার নেটিভ, ফুল ফুল টেম্পাস স্পারস, খুব পাতলা পাপড়ি যা রঙের উজ্জ্বল লাল এবং বেশ বড়। এটি একটি সুন্দর সীমানা তৈরি করে, প্রধানত এটির লাল রঙের ছায়াটির কারণে এবং এটি ভাস এবং পাত্রে ভাল দেখায়। একটি নমনীয় চিরহরিৎ উদ্ভিদ, ডিস্ক বিভিন্ন আর্দ্র মাটি এবং পূর্ণ সূর্য সেরা

স্ট্যান্ডার্ড স্পাইডারঃ

আলাস্কা ( সাদা ), আরিয়া মার ( গোলাপী ), টমা ( কমলা ), ইয়েলো ব্রাশ ( হলূদ )

মিনি স্পাইডারঃ

ক্রিসপি ( সাদা ), ক্রেজি ( হলুদ ),ডার্ক স্পিনার ( লাল ), হিপ্পি ( লাল ), জিপ্পী ( কমলা )

 

 জলবায়ু

 

জারবেরা কষ্টসহিষ্ণু গাছ এবং সব ধরনের জলবায়ুতে কমবেশী জন্মায়।সারা বছর ধরেই অল্পবিস্তর ফুল ফোটে। তবে ফেব্রুয়ারি-মে হল ভরা মওসুম। তবে উজ্জ্বল রোদের সাথেই সখ্য বেশি। ভারতবর্ষে শীতের শেষ এবং গরমের শুরু থেকেই ফুল ফোটা শুরু করে। তবে পলি সেড করে সারাবছরই ভালো ফলন করতে পারেন। পলিসেডের নিযন্ত্রি চাষে যত্ন আত্তির ভালো হয় আর পোকা মাকর থেকেও রক্ষা পাওয়া যায় বলে ফুল ভালো হয়।

প্রয়োজনের অতিরিক্ত ছায়া প্রদান করলে পাতা হালকা সবুজ বর্ণ ধারণ করে এবং ফুলের দন্ড খাট ও শক্ত হয়। সাধারণতঃ শীতকালে গাছে খুব তাড়াতাড়ি ফুল আসে। অন্যদিকে গ্রীষ্মকালে গাছে ফুলধারণ বিলম্বিত হয়।

 মাটি

 দ্রুত পানি নিষ্কাশনযোগ্য হালকা উর্বর দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি  জারবেরা চাষের জন্য উত্তম। জমিতে জৈব সার ও মাটির ও Cocodust অনুপাত ৬০ : ৩০: ১০ হওয়া ভাল। মাটির পি.এইচ. ৫.৫- ৬.০ জারবেরা চাষের জন্য উপযোগী করে নিতে হবে।জারবেরার জমিতে প্রচুর জৈব সার থাকা দরকার এজন্য পরিমিত পরিমানে গোবর সার, পাতাপচা সার, Cocodust ইত্যাদি প্রয়োগ করতে হবে বেশ কিছুদিন পরপর।

 

বংশ বৃদ্ধি

 বীজ কিংবা মূল বা মূলসহ কান্ড রোপন করলেই এর বংশ বিস্তার ঘটে।

 টবে চাষ করার পরামর্শ

 . টবকে হালকা রোদে রাখতে হব |

. সাজানোর জন্য গুল তোলার পর যখন ফুল মরে যেতে শুরু করলে ফুলের ষ্টিক একদম গোড়ায় কেটে ফেলতে হবে।

. টবের মাটি যাতে বেশি শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

. কোনক্রমেই গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না।

. জারবেরা গাছের পাতা মরে গেলে মরা পাতা কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে

. ১৫-২০ দিন পরপর সরিষার খৈল পচা পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে।

. টবের মাটি মাঝে মাঝে খুচিয়ে দিতে হবে।

. টবে যাতে বৃষ্টির জল জমে না থাকে তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

.গোবর সার, পাতাপচা সার, Cocodust ইত্যাদি প্রয়োগ করতে হবে বেশ কিছুদিন পরপর।

 

 পোকা- মাকড়

১। সাদা মাছি ( White fly )

গরম শুকনা মেওসুমে সাদা মাছি গাছের পাতা ফুলের রস চুষে মারাত্মক ক্ষতি করে। মেটাসিসটক্স (.%) অথবা ইন্ডোসালফান (.%) ব্যবহার করে মাছ পোকা দমন করা যায়।

 

২। পাতা সুড়ংকারী পোকা ( Leaf minor )

পোকার কীড়া পাতায় সুড়ং করে সবুজ অংশ খেয়ে ফেলে। আক্রান্ত পাতা কুকড়ে যায় এবং সূর্যের আলোর বিপরীতে ধরলে জারের মত অসংখ্য সুড়ং দেখা যায়। আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে ফসলে পোকার আক্রমনের লক্ষন দেখা দিলে রগর (.%) অথবা পারমেথ্রিন (.%) সেপ্র করতে হবে।

 

৩। জাব পোকা ( Aphid )

জাব পোকা জারবেরার কচি পাতা ফুলের কুঁড়ির রস চুষে খায়। জাবপোকার আক্রমনে পাতা কুকড়ে যায় এবং ছত্রাক আক্রমণ করে। মেটাসিসটক্স (.%) অথবা মেরিক ( Merrick) (.%) হারে প্রয়োগ করে পোকা দমন করা যায়।

 

৪। মাকড় বা মাইট ( Mite )

উষ্ণ শুষ্ক আবহাওয়াই জারবেরায় মাকড়ের আক্রমণ বেশ হয়। মাকড়ের আক্রমণে কচি পাতার আকৃতি নষ্ট হয় এবং শেষে পাতা শুকিয়ে যায়। নুভক্রন (.%) অথবা ক্যালথেন (.%) সেপ্রর মাধ্যমে মাকড় দমন করা যায়।

 

৫। থ্রিপস ( Thrips )

অতি ক্ষুদ্র পোকা ফুলের কচি অংশ খেয়ে ফুল বিবর্ণ করে ফেলে। আক্রমণ তীব্র হলে অনেক সময় ফুলের কুঁড়ি ফোটে না অথবা ফোটলেও তা অস্বাভাবিক আকৃতির হয়। ম্যালাথিয়ন (.%) অথবা ডায়াজিনন (.%) নিয়মিত সেপ্র করে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

 

| দয়ে-পোকা (Mealybug)

বন্ধু পোকা ক্রাইসোপার্লা @ ৪০০০০-৫০০০০ /একরে  জমিতে ছাড়তে হবে।

অ্যাজাডাইরেকটিন ১০০০০ পি পি এম @ মিলি /লিটার জলে গুলে স্প্রে করতে হবে।

 

রাসায়নিক

এডমীরে(বায়ার) দু গ্রাম 5 লিটার জলে

রেনোভা পাঁচগ্রাম 10 লিটার জলে

অ্যাসিফেট ৭৫% এস. পি. @ .৭৫ গ্রাম /লিটার বা

থায়ামেথাক্সম ২৫ % ডবলু .জি @ গ্রাম/ লিটার বা

ডাইনোটোফুরণ ৩৫ % এস এল @ মিলি / লিটার বা

স্পাইনোস্যাড . % এস. সি @ মিলি / লিটার বা

বুপ্রোফেজিন ২৫ % এস. সি @ মিলি /লিটার বা

ফ্লোনিকামিড ৫০ % ডবলু জি @ গ্রাম/ লিটার জলে গুলে স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ হয়।




Gerbera has earned a worldwide reputation for her own beauty. Although there are foreign flowers in the Gerbera , there is a lot of demand in our country. Like the sunflower, the leaves of the flowering tree are like spinach. In our country there are several colors of Gerbera , including red, white, yellow, pink, cumulus. If you take proper care, you can get flowers from the tree throughout the year.

 

Different Types of Gerbera Flowers 

There are 26 species under the Gerbera mass. Among these, the Gerbera Jamassoni species are cultivated. Many varieties of Gerbera jamesonii have been invented through the process of monochromatic processing.

 

Depending on the time of production, size, shape etc., Gerbera has been classified as follows.

 

A) Standard: diameter of diameter is 10-12 cm, and in every year 200-300 flowers are available per square meter.

B) Mini: diameter of flowers is 6-9 cm, there are 280-550 annual flowers per square meter.

C) Standard spider: Furrier diameter 10-12 cm, every year, 150-225 pulses are found in every square meter.

D) Mini Spider: Flower diameter 6-8 cm per square meter is available annually 250-500 flowers.

Among the mentioned categories, the following species are well-respected

 

Standard:

• Red Caramboos, Diet, Red Exposure, Ruby Red.

• Pink Emerson, FourMonder, InGrid, Jaska, Rosalin.

• Yellow: Kabana, Runa, Leonela, Nadja, Uranus.

• White: Dalma, Datie, Gloria, Snowflake.

• Orange: Alberto, Bogor, Corines, Goliath, Mictik.

• Other: Aid, Astrala, Montt, Nevada (cream).

 

Jarrobera Jasminei:

Native of South Africa, full flower tempus spores, very thin petals which are bright red in color and quite large. It creates a beautiful border, mainly due to its red shade and it looks good in the glaze and the containers. A flexible evergreen plant, the best of the various humid soils and full sun in the disk

 

Standard Spider:

Alaska (white), Ariya Mar (pink), toma (orange), yellow brush (yellow).

Mini Spider

Krisp (white), crazy (yellow), dark spinner (red), hippie (red), gypsy (orange)

 

Climate for Gerbera Flower Cultivation

Gerbera grow harder and grow more and more in all types of climates. But February-May is filled in the season. But with bright sunshine more than the number of people. In India, flowers begin to blossom from the end of winter and from the beginning of summer. However, you can make a good yield all year round by plowing sedans. Flowering is good for the cultivation of plastics and it is better to protect insects from insects.

 

If you provide additional shade of need, the leaves are light green and the rudder is tight and sturdy. Generally, there are flowers very quickly in the winter season. On the other hand, flowering is delayed in the summer.


Soil for Gerbera Flower Cultivation

Good for quick water drainage, fertile fog or fennel fennel is suitable for cultivating jarbara. Organic fertilizers and soil and Cocodust ratios on land are good at 60: 30: 10. Soil pH 5.5- 6.0 Jarbars have to be suitable for cultivation. There should be plenty of organic fertilizer in the Zambar land so that the quantity should be applied to dung, detergent fertilizer, Cocodust etc. in a few days.

 

Propagation for Gerbera Flower Cultivation

If it is planted with seed or root or root, then it is proliferated.

 

Tips to Cultivate Pots

1. The tub should be kept in light sunshine

2. When the flowers begin to die after flowering for decoration, the flower styling must be cut at the very beginning.

3. Keep in mind that the tomb soil does not dry much.

4. In some cases, water cannot be given to the top of the tree.

5. If the leaves of the Jarbar leaves die, the dead leaves will be cut with scissors.

6. After 15-20 days, the mustard oil should be diluted with fresh water.

7. The soil of the tub should be thrown occasionally.

8. Tubes should be kept in mind that rain water does not accumulate.

9. Apply fertilizer, leafy fertilizer, Cocodust etc. to several days in a row.

 

 Insect-spider

 

1. White fly

In the hot and dry season white flies cause severe damage to tree leaves and flower juice. Fish insect can be suppressed by using Metasystox (0.1%) or Indophon (0.1%).

 

2. Leaf strawberry insect (leaf minor)

The insect consumes the green part of the tunnel on the worm leaf. The infected leaves go to the stomach and in contrast to the sun's light, there are numerous tunnels like zeroes. When infected leaves should be collected and destroyed, it is necessary to apply Rogar (0.1%) or permethrin (0.1%) when symptoms of pest attack.

 

3. Jab Poke (Aphid)

Aphid insect eats jarbera leaves and flower buds. Aphid attacked the leaves and attacked the fungus. The insect can be suppressed by applying the Metasystox (0.1%) or the Merrick (0.2%) rate.

 

4. Spider or mite

The spider attack in warm and dry weather is very good. In the attack of spider, the leaves of the green leaves are wasted and the leaves dry up. Sprays can be suppressed by nucleation (0.2%) or calithen (0.1%).

 

5. Trips

The little insect pests flowers by eating the tender part of the flower. When the attack is severe, flower buds do not bloom or it is too unusual to blossom. Malathion (0.1%) or diaginon (0.1%) are protected from insect attacks by regular use.

 

6. Mealybug

 

Friend insect Crisoparla@ 40000-50000 / acre should be left in the field.

Spraying Azadaricatin10000ppm @ 3 ml / liter of water.

 

Chemicals

Admire (buyer) 2 g of 5 liters of water

Renova 5 g in 10 liters of water

Acetate 75% S. P. @ 0.75 g / liter or

Thayamethaxam 25% double g @ 1 gram / 3 liter or so

Dynaotofuran 35% SL @ 1 ml / 2 liter or

SpineSide 2.5% S. C @ 1 ml / 5 liter or so

Buophophagin 25% C @ 1 ml / liter or

Floconamide 50% Dual G @ 1 gram / 5 liters of water spray of spray of insect control.

 



Post a Comment

0 Comments